Posts

Showing posts from February, 2021

প্রেমের একদিন প্রতিদিন

Image
  -         প্রেমের জন্য একটি দিন নিয়ে নয়, প্রেমের জন্য এই দিনটি, মানে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব-দোলাচল ও সংশয়। প্রেমের জন্য একটি দিন তো থাকতেই পারে। অনেকে বলে, প্রেম যদি থাকেই, তাহলে প্রতিদিনই থাকবে, বিশেষ একটা দিনেই কেন থাকবে ? কিন্তু, আমাদের সমস্ত উৎসব-অনুষ্ঠান সম্পর্কেই তো এ কথা বলা যেতে পারে। আমরা তো রোজই ঈশ্বরের আরাধনা করি, তবু বিশেষ-বিশেষ তিথি বা পার্বণেও তো ঈশ্বরের আরাধনাকে উৎসবে আনন্দের পর্যায়ে নিয়ে যাই। পিতা-মাতা-শিক্ষককে আমরা রোজই সম্মান করি (মাঝে-মাঝে কোনও কারণে তাঁদের সঙ্গে বিবাদ-বচসা হলেও), তবুও কেন গুরুপূর্ণিমায় শিক্ষকদের বা বিজয়ায় বাবা-মাকে প্রণাম করার বিশেষ রেওয়াজ প্রচলিত। তাই প্রেম প্রতিদিন থাকলেও তার জন্য একটা বিশেষ দিন পালন করাই যায়। কিন্তু আমার প্রশ্ন এই দিনটি নিয়ে। এই দিনটিকে কেন্দ্র করে উদারবাদী ও রক্ষণশীলতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছে আমাদের দেশে সেই গত শতাব্দির নব্বইয়ের দশক থেকে। এই দিনটির সপক্ষে থাকা উদারবাদীরা দুই প্রকারের। এঁদের মধ্যে একদল মানসিক দিক দিয়ে উদার। তাঁদের মতে, ভারতে এই দিনটি পালন করার বিষয়টি বিদেশ থেকে আমদানি করা হলেও এ নিয়ে