Posts

Showing posts from January, 2022

সুভাষ: জীবনী নয় মহাজীবনী

সুভাষ ছিলেন আমার হিরো। এখন আর নয়। আসলে সুভাষকে প্রতিনিয়ত খাটো হতে দেখতে-দেখতে কবে যেন তিনি আমার চোখে নায়কের আসন থেকে সরে গেছেন। আমি কোনও মহাজীবনের ক্ষেত্রে এটা হতে দেখিনি যে, তাঁরা কত মহৎ তা বোঝানোর জন্য অন্য কাউকে খাটো করা হচ্ছে। সুভাষের ক্ষেত্রেই সেটা হতে দেখেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু যে কত বড় তা বোঝানোর জন্য অন্যান্য অনেককে প্রতিনিয়িত খাটো করা হয়ে থাকে। এতে উলটে সুভাষকেই খাটো লাগতে শুরু করেছিল আমার। সুভাষ সম্পর্কে একজনের মূল্যায়নই আমার মন টেনেছিল। তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। কিন্তু আলী সাহেবের লেখাটা যখন পড়েছিলাম, তখন আমার চিন্তার রাজ্যে এতটাই তোলপাড় হয়ে গিয়েছে যে, সুভাষকে ফের নায়কের আসনে বসানোটা আমার পক্ষে কষ্টকর ছিল। সুভাষ এখন আর আমার নায়ক না-হলেও তাঁকে ভুলে যাইনি। তাঁকে কি ভোলা যায় কখনও। তাই তো তাঁকে নিয়ে হিন্দিতে যে ম্যাগনাম ওপাস তৈরির প্রয়াস পাওয়া হয়েছিল, সেলুলয়েডে, তার নাম দেখেই আমি খানিক চমকে গিয়েছিলাম— বোস : দ্য ফরগটেন হিরো। এই নামটা পুরোপুরি আমরা ভাবনার উলটো। সুভাষ বসু আমার নায়কও নন, তবে তিনি আমার কাছে বিস্মৃতও নন। তবু সিনেমাটা দেখেছিলাম। কারণ পরিচালকের নামটা ছিল শ্য

ভোজের উৎসব

Image
ছবি: প্রাণকৃষ্ণ কর উৎসব মানেই ভোজ। কিন্তু, শুধু ভোজই যে উৎসব হয়ে উঠতে পারে, তার সেরা উদাহরণ আমাদের দেশের মকর সংক্রান্তি। পশ্চিমবঙ্গ ও অসম, এই দু জায়গায় এই উৎসবে সামিল হওয়ার পর মনে হয়েছে, অসমের মজাটাই আলাদা। তুলনায় পশ্চিমবঙ্গে, বা বলতে পারি, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলগুলোতে সংক্রান্তি পালন তো লোকে করে, কিন্তু তাতে থাকে না উৎসবের মেজাজ। অসমে ভোগালি বিহু নামে পরিচিত এই উৎসব শুরু হয়ে যায় সংক্রান্তির আগের দিনেই। যাকে বলা হয় উরুকা। শুধু খাওয়া নিয়েই উৎসবমুখর এক পরিবেশ। সারাদিন বাজার থাকে সরগরম। রোজকার বাজারের পাশাপাশি গুয়াহাটি শহরে ঢল নামে অগণন পসারির। সবাই নিয়ে আসে বিহুর অজস্র সম্ভার। তবে, এই বিহুর প্রায় সাতদিন আগে থেকেই শহরের নানা জায়গায় ছোট-ছোট মেলাও বসে। সেই মেলাগুলোতেও বিক্রি হয় বিহুর সম্ভার। কী এই বিহুর সম্ভার ? মেলা হোক বা, রোজকার বাজার, বা অগণন পসারির পসার। সবেতেই থাকে পিঠের উপকরণ। বিহু মানেই পিঠে। নতুন চাল, নতুন গুড়ের পিঠে। অসমে মূলত যে-চাল দিয়ে পিঠে বানানো হয়, সেটাকে বলে বন্নি চাল। আমার মনে হয়ছে, বাংলায় যাকে বিন্নি ধান বলে, অসমে সেটাই মনে হয় বন্নি। আমাকে কেউ-কেউ বলেছেন, বিন্ন